কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রসাধনী সামগ্রী থেকে হতে পারে অ্যালার্জি

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০, ০০:০০

বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী। এ থেকে সৃষ্টি হতে পারে ত্বকের প্রদাহ; হতে পারে অ্যালার্জিও। প্রসাধনজনিত এ প্রদাহ তিনভাগে ভাগ করা যায়। যেমনÑ প্রাথমিক উত্তেজন সৃষ্টিকারী, সালোক সংবেদনজনিত এবং অ্যালার্জিজনিত। নেলপলিশের কথাই ধরা যাক। এতে থাকে সালফোনোমাইড। থাকে ফরমালডিহাইড রেজিন, যা ব্যবহারে গলা এমনকি চোখের পাতায়ও প্রদাহের সৃষ্টি হতে পারে। অনেকেরই অভ্যাস, নেলপলিশ বারবার তুলে নতুন করে লাগানোর। এটি তোলার জন্য যে পদার্থ ব্যবহার করা হয়, তাতে থাকে অ্যাসিটোন, যা থেকে নখের ক্ষয় হতে পারে। চুল পাকলে অনেকেই আবার কলপ ব্যবহার করেন। চুলের কলপে থাকে প্যারাফিনাইল ডাইঅ্যামাইন। এ থেকে অনেকেরই মাথা, গোঁফ বা দাড়িতে অ্যালার্জির সৃষ্টি হয়। তাই এ ধরনের কলপ ত্বকে অ্যালার্জি সৃষ্টি করবে কিনা, তা কানের লতির পেছনে ২৪ ঘণ্টা লাগিয়ে রাখতে পারেন। যদি সেখানে অ্যালার্জির সৃষ্টি করে, তবে তা যেখানেই ব্যবহার করবেন, সেখানেই অ্যালার্জি সৃষ্টি করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও