কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আসছে বৃষ্টি, কাঁপাবে শীত

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০, ২১:৪৫

সারাদেশে বাড়ছে তাপমাত্রা। আর এমন চিত্র থাকবে ১৮ জানুয়ারি পর্যন্ত। তবে ১৯ জানুয়ারি দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এরপর শুরু হবে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ।   আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না। শুক্রবার তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর রাজধানীতে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অধিদফতর জানায়, আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্র বা সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও