কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেখুন বঙ্গোপসাগরের বুকে অদম্য নৌবাহিনীর আধুনিক কৌশল

www.independent24.com প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০, ২২:১৮

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্য দিয়ে বুধবার শেষ হলো বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক মহড়া- এক্সারসাইজ সেফগার্ড। ১৮ দিনের এ মহড়ায় অংশ নেয় নৌবাহিনীর বিভিন্ন ফ্রিগেট, করভেট, মাইনসুইপার, পেট্রলক্রাফট, মিসাইলবোট ও হেলিকপ্টার। শেষ দিনে দূরপাল্লার সারফেস টু সারফেস মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল এবং সাবমেরিন বিধ্বংসী রকেট ডেপথ চার্জ ব্যবহার করা হয়। পাশাপাশি দেখানো হয়, দস্যু কবলিত বাণিজ্যিক জাহাজের নিয়ন্ত্রণে নিতে হয় কীভাবে।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত