কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০, ১৫:৫২

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, সীমান্তে যাতে একজনও মারা না যায়, সে ব্যাপারে ভারত অঙ্গীকার করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে, সীমান্ত হত্যা ঘটছে। তাই আমরা উদ্বিগ্ন। আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিন দিনের সফরে প্রধানমন্ত্রী আজ বিকেলে আবুধাবি যাচ্ছেন। তিনি সেখানে আবুধাবি সাসটেইনেবিলিটি উইকে যোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত দূত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এক প্রশ্নের উত্তরে এ কে আবদুল মোমেন বলেন, ‘আমাদের নীতি হচ্ছে, সীমান্তে যাতে একজনও মৃত্যুর সম্মুখীন না হয়। ভারত সরকার সেটাতে রাজি হয়েছে। অর্থাৎ আমরা চাই সেখানে একজনও মারা যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও