কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

'আমার মতো কেউ আসবে না'

সমকাল প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২০, ১৩:৩৮

২০ বছর হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ক্রিস গেইল। এর পরও তৃপ্তির ঢেকুর তোলেন না তিনি। মাঠের খেলাটা উপভোগ করেন এবং থেকে যেতে চান আরও কিছু বছর। বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আসা টি২০-র ফেরিওয়ালা নিজেকে দাবি করেন 'ইউনিভার্সাল বস' হিসেবে। তিনি যেমন বললেন, টি২০ ক্রিকেটে গেইলের মতো দ্বিতীয় আর কেউ আসবে নাপ্রশ্ন: টি২০র নতুন সুপারস্টার কে?গেইল: অনেক নতুন খেলোয়াড় এসেছে। তাদের থেকে একজনকে বেছে নেওয়া কঠিন। একটা পর্যায়ে গিয়ে নতুন জেনারেশন জায়গা করে নেবে, এটাই স্বাভাবিক। তবে টি২০'র মঞ্চে তাদের মানিয়ে নিতে হবে, পারফরম্যান্সের দ্যুতি ছড়িয়ে নাম করতে হবে। চারদিকে নাম ছড়ালেই না সুপারস্টার হতে পারবে। বিশ্বের সব কিছুই তো চক্রাকারে চলে, আমরা যেমন এসেছি, তেমনি চলেও যেতে হবে।প্রশ্ন: টি২০-তে আপনার মতো কাউকে দেখতে চান?গেইল: ক্রিস গেইল আর আসবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও