কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘দিদিমণি’কে পর্দায় আনছেন রিয়াজুল রিজু

ঢাকা টাইমস প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২০, ০৯:৫৮

‘এই শহরে তোমার পাশে, আমিও যে থাকি। ও লাল টুকটুক সেলাই দিদিমণি।’ এদেশের গার্মেন্টসে কাজ করা লাখো নারীকে উৎসর্গ করে ব্যান্ড সংগীতের গুরু জেমস গেয়েছিলেন ‘দিদিমণি’ শিরোনামের গানটি। সে গানে অনুপ্রাণিত হয়ে একই নামে চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন ‘বাপজানের বায়োস্কোপ’ খ্যাত নির্মাতা রিয়াজুল রিজু। পরিচালকের বিশ্বস্ত সূত্র জানায়, ফেব্রুয়ারির শুরুতে রাজধানী ঢাকা এবং এর আশপাশের বেশ কিছু এলাকায় ‘দিদিমণি’র শুটিং শুরু হবে। ছবিটি হবে লেডি অ্যাকশন ঘরানার। পরিচালনার পাশাপাশি ‘দিদিমণি’র চিত্রনাট্যও লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতা রিয়াজুল রিজু। কাহিনি ও সংলাপ লিখেছেন অনিক বিশ্বাস। যোগাযোগ করা হলে নির্মাতা রিয়াজুল রিজু বলেন, ‘বাপজানের বায়োস্কোপ’ বানানোর পর সঠিক টাইমিং এবং ব্যাটে বলে না মেলায় দীর্ঘদিন চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে ছিলাম। মাঝে প্রেমের কবিতা ও কাঙাল বানানোর ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে হয়ে উঠেনি। তবে এবার আমার শুভাকাক্সক্ষীদের আশ্বস্ত করছি ‘দিদিমণি’ উপহার দিতে পারব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও