কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুসলিমসহ সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া হয়নি, ভারতের নতুন নাগরিকত্ব আইন প্রসঙ্গে জাতিসংঘ

এনটিভি প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:২০

ভারতে নতুন নাগরিকত্ব সংশোধনী আইনকে মুসলিমসহ সংখ্যালঘুদের জন্য বৈষম্যমূলক বলে মন্তব্য করে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর। ভারতের নতুন ওই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র জেরেমি লরেন্স গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক ব্রিফিংয়ে বলেন, ‘ভারতের নতুন নাগরিকত্ব সংশোধনী আইনটি মৌলিক চরিত্রগতভাবেই বৈষম্যমূলক। এ বিষয়ে আমরা উদ্বিগ্ন। নতুন আইনে মুসলিমসহ সংখ্যালঘু সম্প্রদায়দের সুরক্ষা দেওয়া হয়নি।’ জেরেমি লরেন্স আরো বলেন, ‘আমরা বুঝতে পারছি যে নতুন এই আইনকে ভারতের সুপ্রিম কোর্ট পর্যালোচনা করবেন এবং আমাদের আশা মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক আইনে ভারতের যে দায়বদ্ধতা রয়েছে নতুন আইনটি সঙ্গতিপূর্ণ কি না, আদালত তা সতর্কতার সঙ্গে বিবেচনায় নিয়ে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’ ইউএন নিউজ এ খবর জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও