কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উত্তরপূর্ব ভারতে বিক্ষোভ চলছেই, আসামে নিহত ৫

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ১৭:১৮

বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তরপূর্ব ভারতের চারটি রাজ্যে গত কয়েকদিন ধরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল দেশটির রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। কারফিউ, সেনা, পুলিশ আর আধা সামরিক বাহিনীর প্রতিরোধ উপেক্ষা করে আজ শুক্রবার সকাল থেকেই ওই অঞ্চলের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা ও দেশটির অন্যান্য গণমাধ্যমের খবের জানানো হয়েছে, গত কয়েকদিনের এই বিক্ষোভে এখন পর্যন্ত আসামে ৫ জন নিহত হয়েছেন। বিলের প্রতিবাদে রাস্তায় নামা হাজার হাজার মানুষকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর দমনাভিযানে এসব মানুষ প্রাণ হারিয়েছেন। তবে ভারতের সরকারি কর্মকর্তারা এই বিক্ষোভে তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন। তাদের মধ্যে আসামের তিনসুকিয়ায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে নারায়ণ নামে এক প্রৌঢ়ের। তিনি বাঙালি মালিকানাধীন একটি হোটেলে কাজ করতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও