কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামী নিহত

মানবজমিন প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ১০:১৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুর রশিদ (৪০) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। তার কাছ থেকে হিরোইন, ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত রশিদ ঈশ্বরগঞ্জ ঘাগড়ার হাফিজ উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, রশিদের বিরুদ্ধে থানায় ১৩টি মাদক মামলা রয়েছে।বুধবার রাত পৌনে ১টার দিকে সারহাইল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ কথা নিশ্চিত করেছেন।ওসি আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে একটার দিকে ঈশ্বরগঞ্জ সারহাইল নামক স্থানে মাদক বিক্রেতা রশিদ বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রি করতে অবস্থান করছিলো। ডিবি পুলিশের দু’টি টিম ওই স্থানে পৌঁছানো মাত্রই সংঘবদ্ধ মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও শটগানের ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে সংঘবদ্ধ মাদক বিক্রেতারা গুলি করতে করতে পালিয়ে যায়।পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আবদুর রশিদকে (৪০) উদ্ধার করে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রশিদের কাছ থেকে উদ্ধার করা হয় দুইশ’ গ্রাম হিরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫টি কার্তুজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও