কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খালেদার জামিন শুনানিতে থাকবেন উভয়পক্ষের ৬০ আইনজীবী

মানবজমিন প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ০৯:৫২

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানিতে উভয়পক্ষের মোট ৬০ জন আইনজীবী উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ। এরমধ্যে খালেদা জিয়ার পক্ষে ৩০ জন এবং রাষ্ট্রপক্ষে ৩০ জন আইনজীবী থাকার কথা বলেছেন প্রধান বিচারপতি। আজ সকাল ৯টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ এজলাসে প্রবেশ করেন। এরপর কার্যসূচি অনুযায়ী যথারীতি ১১ তম আইটেম শেষ করেন। ১২ তম আইটেম খালেদা জিয়ার জামিন শুনানি।  এ সময় বিপুল সংখ্যক আইনজীবী এজলাস কক্ষে উপস্থিত ছিলেন। তিনি বলেন, প্রত্যেক পক্ষে ৩০ জন করে মোট ৬০ জন আইনজীবী উপস্থিত থাকবেন। এ নির্দেশ দিয়ে তিনি এজলাস কক্ষ ত্যাগ করে। তবে এতে আপত্তি জানান উভয়পক্ষের আইনজীবীরা। বিএনপিপন্থি আইনজীবীরা বলেন, আজকে আমাদের শুনানি, তাই আমরা থাকতেই পারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত