কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জানালেন নতুন খবর

মানবজমিন প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী অনেক আগেই দর্শকদের হৃদয় জয় করেছেন। রূপালী পর্দায় একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পছন্দের চরিত্রে এখনো অভিনয় করছেন তিনি। অভিনয়ের বাইরে ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন। এ সময়েও সমাজসেবামূলক কাজে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা। গত জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কেনার পর থেকেই অনেকের মনে প্রশ্ন যে, রাজনীতিতে কি সক্রিয় হচ্ছেন মৌসুমী? জবাবে এ অভিনেত্রী বলেন, আমাকে দর্শকরা ভালোবাসেন। আমিও অভিনয়ের পাশাপাশি এ দেশের মানুষের জন্য কল্যাণকর কিছু কাজ করতে চাই। সমাজসেবামূলক কাজে আগেও সম্পৃক্ত থেকেছি। এখনো থাকতে চাই। তবে আগে কাজের চাপে সমাজসেবামূলক কাজে খুব বেশি সময় দিতে পারিনি। এখন সেই সময়টুকু দিতে চাই। বিভিন্ন সমাজসেবামূলক কাজে সময় দেয়ার চেষ্টা করছি। রাজনীতি করে এমপি বা মন্ত্রী হতে হবে সেটা আমার উদ্দেশ্য না। তবে হ্যাঁ, আমি একটি দলকে মনে-প্রাণে সমর্থন করি। তাদের সঙ্গে থেকে কাজ করতে পারলে আমার কাজটি আরো সহজ হবে বলে মনে করি আমি। সামনে কি তাহলে নতুন কোনো খবর দর্শকরা পাবেন? এই প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, আমি শিগগিরই একটি সোশ্যাল ওয়্যালফেয়ার ফাউন্ডেশনের ঘোষণা দিবো। ঘোষণার পর এ বিষয়ে সকলকে জানাবো। তবে এটুকু বলছি, রাজনীতিবিদ হওয়া আমার মূল লক্ষ্য না। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে জনসেবা করাটা আমার মূল উদ্দেশ্য। এদিকে জানা গেছে, সোমবার মৌসুমীর আমন্ত্রণে ছাত্রলীগের কয়েকজন নেতা-নেত্রী তার বাসায় আড্ডা দিয়েছেন। তবে এটা বিশেষ কোনো কারণে নয় বলে জানিয়েছেন মৌসুমী। তিনি বলেন, এ রকম আনন্দ-আড্ডা আমার সব সময় ভালো লাগে। যে কারণে এমন আয়োজন করতে চেষ্টা করি। আড্ডার জন্য বিশেষ কোনো উপলক্ষ প্রয়োজন হয় না, বরং সবাই একসঙ্গে হলেই আনন্দ হয়। উল্লেখ্য, মৌসুমী বর্তমানে মির্জা সাখওয়াত হোসেনের ‘অর্জন ৭১’ সিনেমায় অভিনয় করছেন। এতে তার বিপরীতে রয়েছেন শতাব্দী ওয়াদুদ। এরইমধ্যে এফডিসিতে এ সিনেমার বেশকিছু অংশের কাজ হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও