কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট 'পাল্টানো হচ্ছে', শঙ্কা ফখরুলের

সমকাল প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ২২:৪১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার যে মেডিকেল রিপোর্ট দিয়েছে, তা পাল্টে দিয়ে ভিন্ন রিপোর্ট আদালতে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।বুধবার গুলশানের একটি হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গত ৩০ নভেম্বর বিএসএমএমইউ উপাচার্যের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের প্রতিবেদনটি পড়ে শোনান। যেখানে খালেদা জিয়ার অবস্থা 'ক্রিপল স্টেজ' উল্লেখ করে তার উন্নত চিকিৎসার কথা বলা হয়েছে।বৈঠকে 'নিখোঁজ' নেতাকর্মীদের স্বজনরা অশ্রুসজল কণ্ঠে বক্তব্য দেন।শুরুতে বিএনপির সম্পাদনায় ২০০৯ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সময়ে মানবাধিকার লঙ্ঘনের নানা তথ্য সংবলিত গ্রন্থ 'অ্যাবসেন্স অব ডেমোক্রেসি অ্যান্ড সিস্টেমেটিক হিউম্যান রাইটস ভায়োলেশনস বাই স্টেট অ্যাপারেটাস'-এর মোড়ক উন্মোচন করেন বিএনপি মহাসচিব। পরে গ্রন্থের ওপর তথ্যচিত্র তুলে ধরেন বিএনপি নেতা ডা. সাখাওয়াত হোসেন সায়ান্থ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও