কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে আগুন, কোটি টাকার ক্ষতি

মানবজমিন প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ১১:০২

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে পাথাইলকান্দী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে টানা এক ঘণ্টার চেষ্টায় ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনেন। এতে পুড়ে গেছে টিভি-ফ্রিজ ও কাপড়ের দোকানসহ আটটি দোকান। ব্যবসায়ীরা বলছে, তাদের ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকা।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু  সেতু পূর্ব পাড় পাথাইলকান্দী বাজারে হাজী কুরবান আলী মার্কেটে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পায়। পরে তারা ভূঞাপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই পুড়ে যায় টিভি-ফ্রিজ ও কাপড়ের দোকানসহ আটটি দোকান। এতে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার লিডার মহিদুর রহমান, ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগার খবর  পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। পরে দীর্ঘ একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আগুনে আটটি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শটসার্কিট  থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে