কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্রুপিংয়ের জেরে পঞ্চগড় আওয়ামী লীগের সম্মেলন স্থগিত

মানবজমিন প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০

স্থগিত হয়ে গেছে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সম্মেলন। কবে নাগাদ হবে তারও কোনো নিশ্চয়তা নেই। মাইনাস ফরমুলায় কমিটি গঠনে দু’টি গ্রুপের কৌশলগত কার্যক্রম নিয়ে সম্মেলন অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানা গেছে। জেলা সম্মেলনকে ঘিরে সদর, তেঁতুলিয়া ও আটোয়ারীর ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা সম্মেলন ও পল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে পড়াসহ দেখা দেয় কোন্দল ও অস্থিরতা। পদ পদবী নিয়ে নেতাকর্মীরা পরস্পরের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে সন্দেহ, অবিশ্বাস ও সংশয়ের কারণে উত্তাপ বাড়তে থাকে। দু’টি গ্রুপের নেতাকর্মীরা তেঁতুলিয়ায় পাল্টাপাল্টি উপজেলা কমিটি গঠন ও আটোয়ারীতে পল্টাপাল্টি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়। পাল্টাপাল্টি কমিটি গঠনের জন্য আটোয়ারী ও জটিলতার কারণে সদর উপজেলা সম্মেলন করা সম্ভব হয়নি। সদরের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন নিয়ে একটি গ্রুপের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে পক্ষপাতের অভিযোগ করে। অপর গ্রুপের নেতাকর্মীরা পাল্টা সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান ব্যাখ্যা করাসহ অপর পক্ষের সমালোচনা করে। এসব বিষয় জানার পর হাইকমান্ড উভয় গ্রুপের নেতৃবৃন্দকে ২৯শে নভেম্বর ঢাকায় তলব করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আটোয়ারীর ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিগুলোতে দু’চারজন করে অন্তর্ভুক্ত ও তেঁতুলিয়ায় কমিটিতে সমন্বয় করে ৭ই ডিসেম্বর আটোয়ারী ও ৮ই ডিসেম্বর সদর উপজেলাসহ ১০ই ডিসেম্বর জেলা সম্মেলন করার জন্য নির্দেশনা দেন। কিন্তু গ্রুপিংয়ের কারণে আটোয়ারী উপজেলা সম্মেলন ও অন্যান্য জটিলতার নিরসন করতে না পারার কারণে কেন্দ্রীয় নির্দেশে জেলা সম্মেলন স্থগিত হয়ে যায়। ওদিকে, গ্রুপিং ও নানা কারণে একে অপরের সঙ্গে এতোই দূরত্ব বেড়েছে যে, সম্মেলন হলে কেউ কাউকে ছাড় দিতো বলে মনে হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও বর্তমান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজাহারুল হক প্রধান এবারের জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি বা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে আসার জন্য তৎপর ছিলেন। কিন্তু রেলমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন সভাপতির এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট সম্পাদকের পদ সম্মেলনের মাধ্যমে ধরে রাখার জন্য কৌশলী অবস্থান নেন। বর্তমান অবস্থাদৃষ্টে সম্মেলন হলে মন্ত্রী নূরুল ইসলাম সুজন সভাপতি ও আনোয়ার সাদাত সম্রাট সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি ছিল। আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বলেন, শীর্ষ নেতৃবৃন্দের গ্রুপিংয়ের কারণে আটোয়ারীর সম্মেলন করা সম্ভব হয়নি। আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন না হলে জেলা সম্মেলনও হবেনা। এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, অনিশ্চিত নয়, সম্মেলন তো হতেই হবে। সমস্যা সৃষ্টি করার জন্য আপাতত সম্মেলন স্থগিত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে জাতীয় সম্মেলনের পর পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্‌্রাট কেন্দ্র থেকে সম্মেলন স্থগিত করে দেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্মেলনের নতুন তারিখ এখনো দেয়া হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও