কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চেঙ্গি নদীতে সাঁকো

দৈনিক আজাদী প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৬:১৯

খাগড়াছড়ি জেলা সদরে চেঙ্গি নদীতে ব্রিজ না থাকায় দুর্ভোগে ছিলেন উত্তর গঞ্জপাড়ার হাজারো বাসিন্দা। জেলার শহরের সাথে ওই পাড়াকে পৃথক করেছে খরস্রোতা চেঙ্গি নদী। এলাকায় কোনো সেতু না থাকায় নদী পারাপারে দুর্ভোগ পোহাতে হয়েছে নারী, শিশু, শিক্ষার্থীদের। দীর্ঘদিন ধরে সেতুর দাবি জানালেও ব্রিজ পাননি এলাকাবাসী। এতে বর্ষায় সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় তাদের। খরস্রোতা নদীর কারণে এসময় নদী পারাপার বন্ধ হয়ে যায়। তবে শুষ্ক মৌসুমে ডিঙি নৌকায় পারাপার হতে হয়। এতে মারাত্মক ঝুঁকিতে থাকেন যাত্রীরা। জানা যায়, খাগড়াছড়ি শহরের পাশে ঘনবসতিপূর্ণ গঞ্জপাড়া এলাকা। এর উত্তর অংশের বাসিন্দারা শহরের সাথে যোগাযোগে প্রতিবছর খুবই দুর্ভোগের মধ্যে থাকেন। এখানে বর্ষায় নদী পারাপারের জন্য একটি ছোট নৌকা থাকে। নদীর পানি শুকিয়ে গেলে নৌকা দিয়ে পারাপারও কঠিন হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে এলাকার মানুষ নদীর ওপর বাঁশের সাঁকো নির্মাণ করেন। কিন্তু এই সাঁকো পারাপারও ঝুঁকিপূর্ণ। বিশেষত শিশু, নারী ও বৃদ্ধদের পারাপারে খুবই অসুবিধায় পড়তে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত