কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাগজের কথা কাগজে

প্রথম আলো প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ১১:২৪

কৈশোরের সেই জগৎ হয়তো এখন আর সে চর্চাটা খুব বেশি নেই। খুদে বার্তা, মেসেজিং, মুঠোফোন কিংবা আধুনিক অন্যান্য গ্যাজেটনির্ভর আবেগ ভাগাভাগির এ যুগে কৈশোরের সে নিষিদ্ধ জগৎ পাণ্ডুর মতোই বিবর্ণ হয়ে গেছে। সে নিষিদ্ধ জগতে চকলেট ছিল, দশ পয়সা দামের আইসক্রিম ছিল, ধমক ছিল, কানমলা ছিল, ভুভুজেলা নয়, ভেঁপু ছিল। কিন্তু সবকিছুই ছিল ফল্গুধারার মতো অন্তঃসলিলা, ভেতরে-ভেতরে। কিশোর বেলার সেই...

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে