কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৪১৫৯ মেট্রিক টন পেঁয়াজ এসেছে বৃহস্পতিবার

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:০৯

চার হাজার ১৫৯ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর)। দেশের বিভিন্ন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করেছেন। শুক্রবার (০৬ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব পেঁয়াজের মধ্যে টেকনাফ হয়ে দেশে এসেছে এক হাজার ২২৭ মেট্রিক টন এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর হয়ে এসেছে দুই হাজার ৯৩২ মেট্রিক টন। এগুলোর মধ্যে মিয়ানমার থেকে এক হাজার ২২৭ মেট্রিক টন, চীন থেকে ৩৮৪ মেট্রিক টন, মিশর থেকে ৮৪ মেট্রিক টন এবং তুরস্ক থেকে দুই হাজার ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।  দেশে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন এ পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে। বাণিজ্য মন্ত্রণালয় দেশে পেঁয়াজ আমদানি, সরবরাহ এবং সার্বিক পরিস্থিতি সর্বাধিক গুরুত্ব দিয়ে মনিটরিং অব্যাহত রেখেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও