কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘বাংলাদেশের জন্য ভালোবাসা আর শ্রদ্ধা’

মানবজমিন প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

বঙ্গবন্ধু বিপিএলে মাঠে নামার আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের শুভেচ্ছা জানালেন ক্রিস গেইল। ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) সামনে রেখে ফেসবুকে নিজেদের পেজে ক্যারিবীয় ওপেনারের একটি ভিডিও পোস্ট করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ভিডিও বার্তায় গেইল বলেন, ‘হ্যালো বাংলাদেশ, ক্রিস গেইল দ্য ইউনিভার্স বস বলছি। বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আসছি। শিগগির দেখা হবে। বাংলাদেশের জন্য অনেক ভালোবাসা আর শ্রদ্ধা।’ক্রিস গেইলের এবারের বিপিএল খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। প্লেয়ার্স ড্রাফটে গেইলকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে ভেড়ালেও এক সাক্ষাতকারে বিস্ময় প্রকাশ করে ক্যারিবীয় ব্যাটসম্যান বলেন, বিপিএলে তার নাম কিভাবে গেলো তা তিনি জানেন না। আর বিসিবি জানায়, এজেন্টের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই ড্রাফটে রাখা হয়েছিল গেইলের নাম। এতে প্রয়োজনীয় কাগজপত্রে গেইলের স্বাক্ষরও আছে। দুদিন আগে চট্টগ্রাম জানায়, জ্যামাইকান ওপেনার আসছেন, তবে টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে। বিপিএলের ইতিহাসে বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক ১৩৩৮ রান সংগ্রহ ক্রিস গেইলের। গড় ৪১.৮০, স্ট্রাইক ১৫৮.৭১। মাত্র ৩৮ ম্যাচ খেলে আসরে হাঁকিয়েছেন সর্বাধিক ৫টি সেঞ্চুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও