কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে আর কালক্ষেপণ নয়

বণিক বার্তা প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৯, ০২:০৫

দেশে অসংক্রামক রোগের কারণে অকালমৃত্যুর ১০ শতাংশ অর্থাৎ বছরে প্রায় ৮৫ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে প্রত্যক্ষভাবে কালো ধোঁয়ায় সৃষ্ট শ্বাসকষ্টজনিত রোগে। বাতাসে কালো ধোঁয়ার উপস্থিতি এবং এর প্রভাব নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণার বরাত দিয়ে বণিক বার্তায় প্রকাশিত সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পার্টিকুলেট ম্যাটার (পিএম) ২.৫-এর বার্ষিক সহনীয় মাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতি ঘনমিটার বাতাসে ১৫ মাইক্রোগ্রাম। তবে ২৪ ঘণ্টার জন্য ৬৫ মাইক্রোগ্রাম থাকতে পারে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ মাত্রা আরো কম হওয়া দরকার। কিন্তু বাংলাদেশে এটির উপস্থিতি আরো বেশি। ২০১২ থেকে ২০১৯ সালের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, কখনো কখনো তা ৩০০ মাইক্রোগ্রাম ছাড়িয়েছে। চলতি বছরের বেশির ভাগ সময় এর মাত্রা ছিল ২০০ মাইক্রোগ্রামের ওপর। এর কারণে বায়ুদূষণজনিত শ্বাসকষ্ট রোগের প্রাদুর্ভাব বাড়ছে। বাংলাদেশে প্রত্যাশিত গড় আয়ু থেকে ২২ মাসের বেশি কমে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও