কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মণিরামপুরে পুলিশ পরিচয়ে ৩ বাড়িতে ডাকাতি

মানবজমিন প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

মণিরামপুরের রাজগঞ্জ এলাকায় পুলিশ পরিচয়ে এক রাতে পাশাপাশি ৩ বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার রাজগঞ্জ এলাকার গৌরিপুর গ্রামের (মাঠপাড়া) ৩ বাড়ির লোকজনকে বেঁধে মারপিট করে এ ডাকাতি সংঘটিত হয়। এসময় রাশিদা বেগম এক গৃহবধূ ডাকাতদের মারপিটের শিকার হন। খবর পেয়ে পরদিন রোববার সকালে থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, পুলিশের দাবি ডাকাতি নয়, চুরি বা পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। সরজমিন দেখা যায়, ওই গ্রামের মাঠের মধ্যে ৪টি বাড়ি রয়েছে। এরমধ্যে ফজলুর রহমান, নূরুল ইসলাম ও রাশিদার বাড়িতে প্রায় ঘণ্টা খানেকের ব্যবধানে মুখোশধারি ও হাফ প্যান্ট পরিহিত ১০/১২ জনের একদল ডাকাত হানা দেয়। এসময় তাদের বেঁধে বাক্স ও আলমারির ড্রয়ার ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার, কাঁথা সাবান, স্নো-পাউডারসহ প্রসাধন সামগ্রি লুট করে নিয়ে যায়। এসময় বাধা দেয়ায় রাশিদাকে মারপিট করে। ভুক্তভোগী নূরুল ইসলাম বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে থানার পুলিশ পরিচয় দিয়ে গ্রেপ্তারি পরোয়ানার কথা বলে তাদেরকে ডাকে। এতে সাড়া না দিলে তালা ভেঙ্গে ৫/৬ জন মুখোশধারী ঘরের ভেতরে ঢুকে স্ত্রীসহ তাকে এবং ছেলে ও ছেলে বউকে এক ঘরে ঢুকিয়ে দিয়ে নগদ ৮ হাজার টাকা, স্বর্ণের চেইন, কানের দুল নিয়ে যায়। খবর পেয়ে পরদিন রোববার সকালে স্থানীয় রাজগঞ্জ পুলিশি তদন্ত কেন্দ্রের ইনচার্জ তারিকুল ইসলামকে সাথে নিয়ে থানার ওসি রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) সিকদার মতিয়ার রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ডাকাতি হলে কাঁথা, স্নো-পাউডার নেয়ার কথা না। সুতরাং চুরি সংঘটিত হয়েছে বলেই তিনি মনে করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও