কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘গ্রামের মানুষই আমাকে নিয়ে গেছে এমপি’র কাছে’

মানবজমিন প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০

নবীনগর বিএনপি’র সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জুর সরকার দলীয় সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করে দলের নেতাকর্মীদের বিচার প্রার্থনা এবং তার দায়ের করা মামলার চার্জশিট নিয়ে সরব এখন স্থানীয় বিএনপি’র রাজনীতি। মঞ্জুকে মারধর করার মামলার প্রধান আসামি সাবেক পৌর মেয়র মো. মাঈন উদ্দিনসহ ৯ জনকে বাদ দিয়ে চার্জশিট দেয়া হয়েছে। বুধবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দেয়া হয়। চার্জশিটে উপজেলা ছাত্রদলের পদত্যাগী সাধারণ সম্পাদক হযরত আলী, পৌর ছাত্রদলের পদত্যাগী সভাপতি আশরাফ হোসেন রুবেল, ছাত্রদল নেতা আপেল, গোলাম সামদানী হৃদয়, পলাশ, সিরাজুল, তপু, মীরাজ খন্দকার, আসিফ, রকিবুল হাসান রাসেল, টিপু, সোহেল ও আরিফকে অভিযুক্ত করা হয়। নবীনগর থানার ওসি-তদন্ত রাজু আহম্মেদ এই মামলার তদন্ত করেন। তিনি বলেন তদন্তে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। বাকি ৯ জন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এমন কোন তথ্য প্রমান পাওয়া যায়নি। তারা হচ্ছেন মো. মাঈন উদ্দিন, আহসান হাবিব, শান্ত সোনেল, অমিত, অনিক, আবু সুফিয়ান অপু, রাসেল। আনিছুর রহমান মঞ্জু বলেছেন, চার্জশিট পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন তিনি। নবীনগরে দলীয় কার্যালয়ের সামনে গত ৭ই নভেম্বর আনিসুর রহমান মঞ্জুকে মারধর করার ঘটনায় সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির পদত্যাগী সহ-সভাপতি মো: মাঈন উদ্দিনকে ১ নম্বর আসামী করে  দলের ২২ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দেন তিনি। এদিকে তাকে মারধরে জড়িত দলের নেতাকর্মীদের বিচার চাইতে সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্যের দ্বারস্থ হওয়ার বিষয়ে বুধবার দৈনিক মানবজমিনে প্রকাশিত খবরের ব্যাখ্যায় তিনি বলেন- গত ইউপি নির্বাচনে দলের মনোনয়ন ফরম বিক্রির টাকার যথাযথ হিসেব রয়েছে। ওই টাকা থেকে দেড় লাখ টাকা  প্রয়াত সংসদ সদস্য কাজী মো. আনোয়ার হোসেনের শোকসভায় খরচ করা হয়েছে। অনলাইন যুবদলের কমিটিও দলের প্রয়াত সাবেক সংসদ সদস্য কাজী মো. আনোয়ার হোসেনই করেছেন। দলে তার জোরালো অবস্থা ব্যাহতের চেষ্টা এবং জনপ্রিয়তায় ভীত হয়ে তার চরিত্র হননে এখন এসব কথা বলা হচ্ছে। তিনি বলেন- পৌরসভার মনোনয়ন  চূড়ান্ত করেছে পৌরসভা ও উপজেলা বিএনপি’র সুপার ফাইভ কমিটি। গত ১০ই সেপ্টেম্বর এসব কমিটির একটি সভা বিগত সংসদ নির্বাচনে দলের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র সদস্য কাজী নাজমুল হোসেন তাপসের ঢাকার অফিসে অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিনকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়। পরে জেলা বিএনপি সেই সিদ্ধান্তে সম্মতি দেয়। শাহাবুদ্দিন এরআগের নির্বাচনেও দলের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তখন প্রয়াত সংসদ সদস্য কাজী আনোয়ার হোসেন তাকে পরে মনোনয়ন দেয়ার আশ্বাসে মাঈন উদ্দিনকে মনোনয়ন দেন। কিন্তু এই মনোনয়ন আমি দিয়েছি বলে অহেতুক আমাকে দোষারোপ করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও