কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সম্রাট হাসপাতালে জিজ্ঞাসাবাদে নিতে পারেনি দুদক

মানবজমিন প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ০০:০০

অসুস্থ হওয়ায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি (বহিষ্কৃত) ইসমাইল চৌধুরী সম্রাটকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে আনা যায়নি। অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদের কথা ছিল। দুদক জানায়, কাশিমপুর কারাগারে থাকা সম্রাট শনিবার রাতে অসুস্থবোধ করায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয়। তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল থেকে কারাগারে ফেরত যাওয়ার পর সম্রাটকে দুদকে আনা হবে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ই নভেম্বর সম্রাটের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সূত্র জানায়, সম্রাটের বিপুল সম্পদের তথ্য পাওয়া গেলেও সুনির্দিষ্টভাবে ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। তার ওপর ভিত্তি করে সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়। ১২ই নভেম্বর সম্রাটের বিরুদ্ধে ওই মামলা করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। কাশিমপুর কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, সম্রাটের হার্টের সমস্যা দেখা দিলে শনিবার রাতে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে বিএসএমএমইউ হাসপাতালে পাঠানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও