কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যৌন হয়রানির মামলায় টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক বহিষ্কৃত

মানবজমিন প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ০০:০০

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদকে যৌন অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে।  সেই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ মাসুদ করিমকে টেনিস ফেডারেশনের  অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই নিয়ে মাসুদ করিম বলেন, 'অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের কারণে গোলাম মোর্শেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব ফেডারেশনের নির্বাচনের ব্যবস্থা করবো। আর উনার বিরুদ্ধে যেহেতু মামলা আছে সেহেতু আমরা কোনো তদন্ত করবো না।'১৬ বছর বয়সী এক কিশোরী টেনিস খেলোয়াড়কে গোলাম মোর্শেদ যৌন হয়রানি করেন বলে মামলা দায়ের হয়। মামলা করেন ভুক্তভোগীর চাচা। বুধবার গুলশান থানায় মামলাটি করা হয়। গুলশান থানার ডিউটি অফিসার সিনথিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ' বুধবার মামলাটি করা হয়।  একমাত্র আসামি দেখানো হয় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদকে। নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় শ্লীলতাহানির অভিযোগ এনে মামলাটি করা হয়েছে।'ভুক্তভোগীর চাচা মামলার এজাহারে উল্লেখ করেন, ‘আইটিএফ জুনিয়র টেনিসে অংশ নিতে ২রা নভেম্বর আমার ভাতিজি ঢাকায় এসেছিলো। সে টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদের ঢাকা ক্লাবের গেষ্ট হাউজে উঠেছিলো। গত ৪ঠা নভেম্বর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় তিনি আমার ভাতিজির কক্ষে এসে তাকে ডিনারের প্রস্তাব দেয়। আমার অপ্রাপ্ত বয়স্ক ভাতিজি রাজি হলে তাকে তার গাড়িতে করে গুলশানের বাসায় নেয়। এরপর তাকে মদ ও সিগারেটের অফার করেন। আর গাড়িতে বসে তিনি আমার ভাতিজির শরীরের বাম উরুতে হাত দিয়ে তাকে শ্লীলতাহানি করেন এবং অশ্লীল কথাবার্তা বলেন। পরে আমার ভাতিজিকে নিয়ে একটি কফিশপে যান। কফি খাওয়ার পর আমার ভাতিজি উনাকে গেষ্ট হাউজে দিয়ে আসতে বলেন। কিন্তু তখন তিনি কৌশলে আমার ভাতিজিকে আবার কুপ্রস্তাব দিয়ে বসেন। আমার ভাতিজি প্রতিবাদ ও চিৎকার করলে তিনি একটা গাড়ি ভাড়া করে তাকে পৌঁছে  দেন। আমার ভাতিজি হতাশাগ্রস্ত হয়ে কাউকে না জানিয়ে ১৪ই নভেম্বর আমেরিকা চলে যায়। আমার ভাই ও ভাতিজির থেকে সব বিস্তারিত জানার পর এজাহার করি। সব জানতে সময় লাগায় এজাহার করতেও বিলম্ব হয়।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও