কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিকল্প ব্যবস্থায়...

মানবজমিন প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

নানা চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা অন্ত আজাদের প্রথম চলচ্চিত্র ‘আহত ফুলের গল্প’। রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ সন্ধ্যায় বিকল্প ব্যবস্থায় দর্শকদের জন্য এ চলচ্চিত্রটি দেখানো হবে বলে জানিয়েছেন নির্মাতা। তিনি বলেন, ২০১৬ সালের ২১শে ফেব্রুয়ারি নিজস্ব অর্থায়নে ছবিটির কাজ শুরু করি। বছরখানেক আগে সেন্সরের চৌকাঠ পেরিয়েছে এটি। আর্থিক সংকটের কারণে আপাতত প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে পারছি না। বিকল্প উপায়ে বেশ কয়েকটি প্রদর্শনীর পর আগামী বছরের শুরুতে প্রেক্ষাগৃহে এটি মুক্তি দেয়ার উদ্যোগ নেবেন বলে জানান তিনি। আজ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিকাল ৫টায় ছবিটির প্রিমিয়ার হবে। এর আগে বিকল্প ব্যবস্থায় গত বছরের ঈদুল আজহায় এটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় প্রথম প্রদর্শিত হয়। এরপর রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম শিলকলা একাডেমি, বগুড়া শিল্পকলা একাডেমি, জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁয় প্রদর্শিত হয়েছে ‘আহত ফুলের গল্প’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাহিয়া তাজিন খান ও সুজন মাহাবুব। আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলী আহসান, গাজী রাকায়েত, অনন্যা হক, শেলী আহসান, জয়া, অভি চৌধুরী, শান্ত কুণ্ডু, কামরুল হাসান, তৌহিদুল আলম, সজীব, রিফাতসহ আরো অনেকে। আবহ সংগীত ও গানের সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ ও রোকন ইমন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও