কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে মায়াঙ্ক আগারওয়াল

মানবজমিন প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯, ০০:০০

ইন্দোর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরিতে দারুণ কীর্তিতে নাম লিখিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিনোদ কাম্বলির পর সবচেয়ে কম ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন তিনি। তাতে আগারওয়াল ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকে। ব্র্যাডম্যান তার ক্যারিয়ারের ১৩ ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরি করেছিলেন। ডানহাতি ওপেনার আগারওয়ালের লাগলো ১২ ইনিংস। কাম্বলি মাত্র ৫ ইনিংসে দুটি দ্বিশতক হাঁকান।গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্তম টেস্টে ২১৫ রান করেন ২৬ বছর বয়সী আগারওয়াল। আর গতকাল ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে ২৪৩ রান করে তিনি। আর ৬ রান করলে টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়তেন এ ওপেনার। ২০০৪ সালে ঢাকায় শচীন টেন্ডুলকার অপরাজিত ২৪৮ রানের ইনিংস খেলেন। টেস্টে যেটি শচীনের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। ৩৩০ বলে ২৪৩ রানের ইনিংসটি ২৮ চার ও ৮ ছাক্কায় সাজান আগারওয়াল। নভোজিৎ সিং সিধুর পর ভারতীয়দের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকালেন তিনি। ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে লক্ষ্মৌ টেস্টে ৮ ছক্কা মেরেছিলেন সিধু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও