কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাথরের একেকটি পাহাড় যেন একেক সংসারের প্রতিচ্ছবি!

যমুনা টিভি প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ১৫:৩৪

প্রকৃতির এক অপার বিস্ময় ‘স্টোন ফরেস্ট’ বা ‘পাথুরে বন’। বন বলা হলেও এতে সবুজের স্থান দখল করে রয়েছে বিশাল বিশাল গগনচুম্বী পাথর। চীনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইউনান প্রদেশের রাজধানী কুনমিং শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে শী লীন শহরে প্রকৃতির আপন খেয়ালে তৈরি হয়েছে অপরূপ সৌন্দর্যের এই পাথুরে বন। সহকর্মী আহমেদ রেজা চীন থেকে ঘুরে এসে জানাচ্ছেন সেই পাথুরে বনের গল্প।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে