কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশে ফেরার পথে পশ্চিমবঙ্গে আটক ২৮ বাংলাদেশি

মানবজমিন প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

কর্ণাটকের ব্যাঙ্গালুরু পুলিশের হাত থেকে পালিয়ে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যশোহর, ফরিদপুর ও বাগেরহাটের একদল বাংলাদেশি। কিন্তু শেষ রক্ষা হলো না। দালালের মারফত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই সীমান্তবর্তী গোপাল নগরে পুলিশের হাতে ধরা পড়েছে ২৮জন বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে ৮জন শিশু। বুধবার রাতে এদের গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। এছাড়া, এক দালাল ও  দুই অটোচালককেও গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশি নাগরিকদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। এক বছর আগে এরা কাজের সন্ধানে দালালদের মাধ্যমে ব্যাঙ্গালুরুতে গিয়েছিল। সেখানে তারা শ্রমিকের কাজ করছিল বলে জানিয়েছে। কিন্তু কয়েকদিন ধরে সেখানে ব্যাপক বাংলাদেশি অভিবাসী ধরপাকড় শুরু হওয়ায় তারা চলে এসেছিল। বৃহস্পতিবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক সকলকে জেল রিমান্ডে পাঠিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে