কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাভার আওয়ামী লীগের সম্মেলন কাল

মানবজমিন প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৫ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। সম্মেলনের জন্য নির্ধারিত সাভার সরকারি কলেজ, উপজেলা পরিষদসহ বিভিন্ন রাস্তা-ঘাট ছেয়ে গেছে প্রার্থীদের ফেস্টুনে। কারা হচ্ছেন সভাপতি-সম্পাদক তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে চলছে উৎকণ্ঠা আর নানা জল্পনা-কল্পনা। কমিটিতে বিভিন্ন পদের প্রার্থীরা পদ নিশ্চিত করতে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের তদবির ও লবিং প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করছেন। সাধারণ সম্পাদকের পদ অনেকটা নিশ্চিত হলেও সভাপতি পদ নিয়ে রয়েছে নানা গুঞ্জন। দলের মধ্যে যারা দুর্নীতিবাজ ও অনুপ্রবেশকারী তাদের দলীয় পদ না দেয়ার জন্য ইতিমধ্যেই দলীয় সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন। সম্মেলনে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এখন পর্যন্ত একক প্রার্থী হিসেবেই রয়েছেন। তবে আলোচনা-সমালোচনা চলছে সভাপতির পদকে ঘিরে। এ পদে প্রার্থী হিসেবে উঠে এসেছে সাভার উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি, সাবেক ঢাকা জেলা পরিষদ প্রশাসক মিসেস হাসিনা দৌলা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ কবীরের নাম। সাভার উপজেলার বর্তমান সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসিনা দৌলা বলেন, দলের দুর্দিনে  আমি সাভারে আওয়ামী লীগের হাল ধরেছি। আমার সর্বস্ব দিয়ে দলের এবং দলীয় নেতাকর্মীদের সেবা করেছি, বিনিময়ে কোন সুবিধা চাইনি। তবে দল যথাযথ মূল্যায়ন করায় বর্তমানে আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছি। বয়স হয়ে গেছে তাই আরেকটিবার আমি সভাপতি হিসেবে থেকে দলের ও নেতাকর্মীদের সেবা করতে চাই। সভাপতি পদে তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সাবেক সংসদ সদস্য সামসুদ্দোহা খান মজলিশের ভাগ্নে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী। তিনিও জয়ের ব্যাপারে আশাবাদি হয়ে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন। সম্মেলনে বর্তমান কমিটির সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, ঢাকা জেলার দ্বায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মাহাবুবুর রহমান, ঢাকা-২ আসনের সাংসদ এডভোকেট কামরুল ইসলাম এর উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও