কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হবিগঞ্জে নিহত ৯, থামেনি কান্না

মানবজমিন প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে ৯ জনের বাড়ি হবিগঞ্জে। এখনও কান্না থামেনি নিহতদের পরিবারে। স্বাধীনতা পরবর্তী কোন সময় ট্রেন দুর্ঘটনায় জেলার এত মৃত্যুর ঘটনা ঘটেনি। তাই স্বজন হারানোর কষ্ট ভুলতে পারছেন না জেলাবাসী। এখনও কান্না থামেনি নিহতদের পরিবারে। গত মঙ্গলবার রাতে দাফন করা হয়েছে ৭ জনের মরদেহ। গতকাল দাফন করা হয়েছে একজনকে। নিহতদের লাশ এলাকায় নিয়ে আসা হলে স্বজনদের আর্তনাদ ভারি করে তুলে এলাকার পরিবেশ। শোকে আচ্ছন্ন হয়ে পড়েন স্থানীয়রা। বানিয়াচঙ্গের শিশু আদিবা আক্তার ছোঁয়ার লাশ দেখে কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি। দুর্ঘটনায় আহত হন ছোঁয়ার বাবা সোহেল মিয়া, তার স্ত্রী ও সাড়ে ৪ বছর বয়সী ছেলে নাছির। তারা এখন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। সন্তানের জানাযা ও দাফনকাজে অংশগ্রহণ করতে পারেননি সোহার বাবা-মা। মেয়ের মৃত্যুতে নির্বাক হয়ে পড়েছেন নিহত ছোঁয়ার মা-বাবা। এদিকে দুর্ঘটনায় নিহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলী মোহাম্মদ ইউসুফের লাশ হবিগঞ্জে পৌঁছলে দলীয় নেতা-কর্মী ও স্বজনরা ভিড় করেন তার বাসায়। সেখানে তৈরি হয় হৃদয় বিদারক পরিবেশ। অন্যদিকে দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত প্রত্যেকের পরিবারকে হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। জেলায় নিহতরা হলেন- হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা গ্রামের আওয়ামী লীগ নেতা আলমগীর আলমের ছেলে মাদ্রাসা ছাত্র ইয়াছিন আরাফাত (১১), আনোয়ারপুর এলাকার বাসিন্দা জেলা ছাত্রদলের সহ-সভাপতি লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আলী মোহাম্মদ ইউসুফ, বানিয়াচং উপজেলা সদরের তাম্বুলিটুলা গ্রামের সোহেল মিয়ার আড়াই বছর বয়সী শিশুকন্যা আদিবা আক্তার ছোঁয়া, একই উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের মদনমুরত গ্রামের আল-আমিন, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের উলুকান্দি তালুকদার বাড়ির ফটিক মিয়া তালুকদারের ছেলে রুবেল মিয়া তালুকদার (২৫), একই উপজেলার মিরাশী ইউনিয়নের পীরেরগাও গ্রামের মৃত আবুল হাসিম মিয়ার ছেলে সুজন মিয়া (৩০), একই উপজেলার আহমদাবাদ ইউনিয়নের বাগাডাইয়া গ্রামের পেয়ারা বেগম (৬৫), হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দাবাদ গ্রামের আজমত উল্লাহর ছেলে রিপন মিয়া (৩০) ও নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ইসলামপুর গ্রামের হারুন মিয়ার ছেলে নজরুল ইসলাম (২৩)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও