কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফুটবলারদের ‘ক্লান্তি’ নিয়ে চিন্তিত জেমি ডে

মানবজমিন প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

বিশ্বকাপ বাছাইপর্বে ১৪ই নভেম্বর ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে শুক্রবার একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে জামাল ভূঁইয়ারা। ওমানের পেশাদার লীগের সপ্তম দল মাসকাট ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩-১ গোলে। প্রস্তুতি ম্যাচে দলের বড় জয়ের পরেও ফুটবলারদের ক্লান্তি ভাবিয়ে তুলেছে বাংলাদেশের কোচ জেমি ডে’কে।প্রস্তুতি ম্যাচের লক্ষ্যই থাকে খেলোয়াড়দের পরখ করে নেয়া। এর জন্য বরাবরের মতো দুই অর্ধে প্রায় ভিন্ন দুই একাদশ নামিয়েছিলেন জেমি ডে। প্রথমার্ধের একাদশে ছিলেন আশরাফুল ইসলাম রানা, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, ইয়াসিন খান, রহমত মিয়া, জামাল ভূঁইয়া, সোহেল রানা, রাকিবুল ইসলাম, বিপলু, সাদ উদ্দিন ও নাবিব নেওয়াজ জীবন। দ্বিতীয়ার্ধে শুধু টুটুল হোসেনকে রেখে পুরো একাদশটাই বদলে ফেলেন জেমি। পোস্টের নিচে আনিসুর রহমান। রক্ষণভাগে রিয়াদুল হাসান, রায়হান হাসান ও মোহাম্মদ ইব্রাহিম। মাঝমাঠে মামুনুল, রবিউল হাসান, আরিফুর রহমান। ওপরে মাহবুবুর রহমান, মতিন মিয়া ও তৌহিদুল আলমকে মাঠে নামান। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে আবার বদলি হিসেবে মাঠে নামেন গোলরক্ষক শহিদুল আলম। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে পুরো স্কোয়াড টাকেই খেলিয়েছেন জেমি। মাসকাট ক্লাবের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় ওমানের বিপক্ষে মূল লড়াইয়ের আগে জামালদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে স্বাভাবিকভাবে। কিন্তু শিষ্যদের খেলায় পুরোপুরি সন্তুষ্ট নন জেমি ডে। বলেন, ‘ম্যাচটি জিতে অবশ্যই আনন্দিত। তবে দলীয় পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না। সাম্প্রতিক সময়ে টানা খেলার ওপর থাকায় খেলোয়াড়দের একটু ক্লান্ত মনে হয়েছে।’ বিশ্বকাপ বাছাই পর্বে কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচ দুটি খেলার পরই শেখ কামাল ক্লাব কাপে অংশ নেয় ফুটবলাররা। টানা খেলার ধকলে ফুটবলাররা ক্লান্ত বলে মনে করছেন এই বৃটিশ কোচ। ওমানের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচটি খেলার আগে এদের ক্লান্তি দূর করার দিকে নজর তার। এ নিয়ে জেমি ডে বলেন, ম্যাচের আগে আরও পাঁচ দিন সময় আছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝরঝরে করে তুলতে এই সময়টাকে কাজে লাগাতে চাই। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে এ পর্যন্ত তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অ্যাওয়ে ম্যাচে আফগানিস্তানের কাছে হার দিয়ে মিশন শুরু করে লাল সবুজের প্রতিনিধিরা। ঢাকার মাঠে কাতারের বিপক্ষে লড়াকু ফুটবল খেলেও ২-০ গোলে হার মানে জেমি ডে’র শিষ্যরা। সবশেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে যুবভারতী স্টেডিয়ামে দূর্দান্ত ফুটবল খেলে জয় বঞ্চিত হয়ে এক পয়েন্ট নিয়ে দেশে ফেরে বাংলাদেশ দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও