কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিমলা নতুন খবর জানালেন

মানবজমিন প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯, ০০:০০

ঢাকাই ছবির এক সময়ের হিট নায়িকা সিমলা অনেকদিন ভারতের মুম্বইয়ে ছিলেন। কিছুদিন আগে দেশে ফিরেন তিনি। এরইমধ্যে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান কিংস এন্টারপ্রাইজের ব্যানারে ‘সফর’ নামে একটি হিন্দি ছবিতে কাজ করেছেন সিমলা। ছবিটি পরিচালনা করেছেন অর্পণ রায় চৌধুরী। তবে এ ছবিটি এখনো মুক্তি পায়নি। গত ২৪শে ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করার সময় কমান্ডো অভিযানে নিহত হন পলাশ আহমেদ নামের এক যুবক। সেই প্রেক্ষাপটে গত মাসে নিহতের সাবেক স্ত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলাকে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সিমলা গতকাল বলেন, আমি আগস্টের শেষদিকে মুম্বই থেকে ঢাকায় এসেছি। এখানের তদন্তকারী কর্মকর্তারা আমাকে বিষয়টি নিয়ে জানার জন্য ডেকেছিলেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি। আমি আইনকে শ্রদ্ধা করি। তাই যোগাযোগ করা মাত্র এ বিষয়ে কথা বলার জন্য তাদের সঙ্গে দেখা করেছি। এ বিষয়টি এখানেই শেষ। তদন্তকারী কর্মকর্তারা এ বিষয়ে আমাকে আর কোনো ফোন দেননি। আমি বর্তমানে আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। নতুন সিনেমা নিয়ে কথা চলছে। সিমলা আরো বলেন, মুম্বই মহারাষ্ট্রের মিরা রোডে থাকি আমি। বলিউডে গোবিন্দা দাদার একটি প্রোডাকশনের সিনেমায় সামনে কাজ করবো। ঢাকা আসার আগে এ ছবির গান রেকর্ডিংও হয়েছে। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। গোবিন্দ দাদার সঙ্গে কাজ করবেন রাজ নামের এক নির্মাতা। তিনি নতুন এ সিনেমাটি পরিচালনা করবেন বলে জেনেছি। চিত্রনাট্যের কাজও শেষ হয়েছে। আমি আগামী মাসে মুম্বই যাব। ডিসেম্বরের শেষে এ সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে গত শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেন সিমলা। তাই জানতে চাওয়া বাংলাদেশে নতুন কাজের খবর কি? জবাবে বলেন, বেশকিছু কাজ নিয়ে কথা চলছে। এগুলোর মধ্যে রয়েছে শহীদুল হক খানের নতুন একটি সিনেমা। চুড়ান্ত হলে কাজটি শুরু করবো। এরইমধ্যে মিটিং হয়েছে। আমি তো এখানকার অভিনয়শিল্পী। ভালো মানের চলচ্চিত্র পেলে অবশ্যই কাজ করতে চাই। সেই সঙ্গে ভালো বাজেটের ওয়েব সিরিজ হচ্ছে এখন। তাই সবকিছু মিলে গেলে এখানকার ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে কাজ করার ইচ্ছা আছে আমার। প্রসঙ্গত, ১৯৯৯ সালে প্রয়াত গুণী চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের ‘ম্যাডাম ফুলি’ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন সিমলা। প্রথম ছবিতেই অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘গঙ্গাযাত্রা’, ‘রূপগাওয়াল’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’সহ বেশকিছু চলচ্চিত্রে কাজ করেন। বর্তমানে তার অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায়। এগুলো হচ্ছে রাশিদ পলাশের ‘নাইওর’ এবং রুবেল আনুশের ‘প্রেম কাহন’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও