কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নকল গহনায় বিয়ে করতে এসে গণপিটুনি

মানবজমিন প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯, ০০:০০

বন্দরে দেড় লাখ টাকা যৌতুক নিয়ে নকল স্বর্ণের গহনায় বিয়ে করতে এসে গণপিটুনি খেয়ে বাড়ি ফিরলেন বর হৃদয় মিয়া (২০)। শুক্রবার রাতে নয়ামাটি গ্রামে এ ঘটনা ঘটে। বিয়ে পণ্ড হয়ে যাওয়ার পর সালিশ বৈঠকে বরপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করেন গ্রাম্য মাতব্বররা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী জানান, উপজেলার ধামগড় ইউপির নয়ামাটি গ্রামের আলম মিয়ার মেয়ে ইতি আক্তারের (১৮) সঙ্গে  পার্শ্ববর্তী মুছাপুর ইউপির তাজপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে হৃদয়ের বিয়ে ঠিক হয় ঘটকের মধ্যস্থতায়। বিয়েতে কন্যাকে ৪ ভরি স্বর্ণালঙ্কার দেয়ার চুক্তিতে বরপক্ষ দেড় লাখ টাকা যৌতুক হিসাবে গ্রহণ করেন। বিয়ের দিন ধার্য করা হয় ২৫শে অক্টোবর শুক্রবার। শুক্রবার বিয়েতে বরপক্ষের খাওয়া-দাওয়া শেষে বিয়ে কাবিন করতে কাজী এসে উপস্থিত হন। এ সময়ে বিয়ে পড়ানোর আগ মুহূর্তে স্বর্ণালঙ্কার দেখতে চান কনের আত্মীয়-স্বজন। কথা মতো ৪ ভরি স্বর্ণের গহনা বের করে দেন বরপক্ষের লোকজন। তবে গহনা নকল বলে ধারণা করেন কনের আত্মীয়-স্বজন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বর্ণকারের কাছে পরীক্ষা করলে সবগুলো গহনা নকল বলে প্রমাণ হয়। পরে গ্রামবাসী ও কনের আত্মীয়-স্বজন উত্তেজিত হয়ে বর ও ঘটককে গণপিটুনি দিয়ে বিয়ে পণ্ড করে। এ ঘটনা গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিয়ে বাড়িতে এসে উপস্থিত হন। স্থানীয়ভাবে সালিশ বৈঠকে বসেন উভয়পক্ষের গ্রাম্য মাতব্বরা। সালিশ বৈঠকে উভয়পক্ষের অভ্যন্তরীণ সব দেনা-পাওনা ও কনেপক্ষের ক্ষতিপূরণ বাবদ বরপক্ষ আগামী ৪০ দিনের মধ্যে ২ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়। সালিশ বৈঠকের পর রাতে বর হৃদয় একা বাড়ি ফিরে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে