কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রদর্শনী থেকে চুরি হলো ২শ’ মিলিয়ন ইয়েন দামের হীরা

মানবজমিন প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯, ০০:০০

টোকিওর একটি আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী থেকে চুরি হয়েছে ১.৮ মিলিয়ন মার্কিন ডলার বা ২০০ মিলিয়ন ইয়েন দামের একটি হীরা। এ নিয়ে তদন্ত শুরু করেছে জাপানের পুলিশ। ৫০ ক্যারেটের ওই হীরাটি সর্বশেষ বৃহস্পতিবার বিকালে দেখা গিয়েছিল। এটি ওই প্রদর্শনীর একটি কাচের শোকেসে রাখা ছিল। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। পুলিশ জানায়, প্রদর্শনী শেষ হওয়ার সময় যখন সব বন্ধ করে দেয়া হচ্ছিল তখনি প্রথম নজরে আসে যে হীরাটি তার জায়গায় নেই। পুলিশের ধারণা প্রদর্শনীর সর্বশেষ ঘণ্টাতেই এই চুরির ঘটনা ঘটেছে। ইয়োকোহামার এই চুরির ঘটনা ইতিমধ্যে ব্যাপক আলোচিত হচ্ছে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে। উত্তর টোকিওর সাইটামার একটি কোম্পানি ওই হীরাটি প্রদর্শনীতে তুলেছিল। পুরো প্রদর্শনী থেকে শুধু ওই একটি হীরাই চুরি হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্তকারীরা নিরাপত্তা ক্যামেরা থেকে ফুটেজ বেছে নিয়ে চোরকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিন দিনব্যাপী ওই প্রদর্শনীটি শেষ হয় শুক্রবার। এতে ৪১০টি দোকান খোলা হয়েছিল। প্রদর্শনীটি দেখতে আসেন ১০ হাজারেরও বেশি মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও