কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বদরগঞ্জে প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব এক নারী

মানবজমিন প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯, ০০:০০

নকল সোনার মূর্তি দেখিয়ে রংপুরের বদরগঞ্জে এক নারীর কাছ থেকে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। আরেফা বেগম (৪৫) নামে ওই নারী লোভে পড়ে সোনার মূর্তি কিনতে গরু বিক্রি করে ও চড়া সুদে ঋণের টাকা নিয়ে প্রতারক চক্রকে দিয়েছেন। এরপর তিনি মূর্তি পেয়েছেন ঠিকই, কিন্তু সেটি সোনার নয়। এখন তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। প্রতারণার শিকার ওই নারীর বাড়ি উপজেলার কুতুবপুর ইউনিয়নের শাহপাড়া গ্রামে। তার স্বামীর নাম ওহাব আলী। কিছুদিন আগে মাজেদা বেগম নামে এক নারী আরেফার বাড়িতে এসে এক গ্লাস পানি চান। এরপর নিজেকে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বাসিন্দা পরিচয় দিয়ে ওই নারী তার সঙ্গে খোসগল্পে মেতে ওঠেন। গল্পের ফাঁকে মাজেদা আরেফাকে বলেন, তার এক মেয়ের বিয়ে দিতে হবে। এর জন্য তার দু’লাখ টাকার প্রয়োজন। কিন্তু তার নগদ কোনো টাকা নেই। সম্পদ বলতে রয়েছে মাত্র দুটি সোনার মূর্তি। যার মূল্য কয়েক লাখ টাকা। মাজেদার কথাগুলো সরল মনে বিশ্বাস করে আরেফা বেগম গরিবথেকে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখে ওই সোনার মূর্তি কেনার আগ্রহ প্রকাশ করেন। এরপর আরেফা নিজ বাড়ির একটি দুধেল গাভী ৭০ হাজার টাকায় বিক্রি করেন এবং এলাকায় চড়া সুদের ওপর দুই লাখ টাকা ঋণ নেন। তিনি দু’দিন পর দেখতে পান সোনার মূর্তির হাত খসে পড়েছে। সেই খসে পড়া হাত নিয়ে তিনি স্থানীয় স্বর্ণকারের দোকানে গেলে স্বর্ণকার তাকে জানিয়ে দেন এটি মাটির তৈরি। এতে সোনালি রঙ ছাড়া আর কিছুই নেই। প্রতারণার শিকার আরেফা বেগম বলেন, আমার তো সব শেষ! কিন্তু প্রতিদিন চার হাজার টাকা সুদ দেয়ার কথা বলে এলাকার মানুষের কাছ থেকে ওই দুই লাখ টাকা নিয়েছি। এখন কি হবে। মানুষতো টাকা ছাড়বে না। তারা প্রতিদিন বাড়িতে এসে টাকার জন্য চাপ দিচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও