কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এমপি রতনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মানবজমিন প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯, ০০:০০

বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বরাবর পাঠানো চিঠিতে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিতে অনুরোধ জানানো হয়। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, দেশে মানিলন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগের বিষয়টি দুদকের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদকের কাছে দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ারও তথ্য থাকায় এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। এর আগে গতকাল ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্তদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ভোলার এমপি নুরুন্নবী চেীধুরী শাওন ও হুইপ শামসুল হক চেীধুরীসহ ২২ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দিয়েছিল দুদক।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপি রতনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানটি ক্যাসিনো ব্যবসায় নিয়ে নয়। তার বিরুদ্ধে ঠিকাদারীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি থেকে হাওরের জলমহাল নিয়ন্ত্রণ করার অভিযোগ উঠেছে এমপি রতনের বিরুদ্ধে। এছাড়া স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে জাদু ঘাটা নদী থেকে বালু ও পাথর উত্তোলন করা, নৌকা বা ট্রলার থেকে দিনে প্রতি ট্রিপ ৫-৮হাজার টাকা টোল আদায় করা ছাড়াও তিনি বেশকিছু অনিয়মের সঙ্গে জড়িত বলে জানা গেছে। সূত্র জানায়, টেন্ডার মুগল জি কে শামীমের ঘনিষ্ট বন্ধু এমপি রতন। শামীমের বিষয়ে অনুসন্ধান করতে গিয়েই তার দুর্নীতির তথ্য বেরিয়ে আসে। সম্প্রতি শুদ্ধি অভিযান শুরুর সময় রতনের বিরুদ্ধে সুনামগঞ্জের এক স্থানীয় বাসিন্দা দুদকে অভিযোগও পাঠিয়েছেন। অভিযোগে বলা হয় বিদেশে অর্থপাচারসহ নানারকম দুর্নীতির মাধ্যমে বিপুল অঙ্কের অবৈধ অর্থের মালিক হয়েছেন সুনামগঞ্জের এই এমপি। মূলত এসব অভিযোগ আমলে নিয়েই সম্প্রতি অনুসন্ধান শুরু করেছে দুদক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও