কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নারী ও শিশু নির্যাতনের গল্পে তানহা তাসনিয়া

মানবজমিন প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯, ০০:০০

রফিক শিকদারের পরিচালনায় ‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্রের মাধ্যমে কাজ শুরু করেন তানহা তাসনিয়া। এ ছবির পর শাকিব খানের বিপরীতে ‘ধূমকেতু’ ছবিতেও দর্শকরা তাকে দেখতে পায়। এরপর আরিফিন শুভর বিপরীতে ‘ভালো থেকো’ ছবিতে সবশেষ অভিনয় করেন। সবশেষ ‘আনওয়ান্টেড টুইন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন। তানহা তাসনিয়া নতুন এ কাজটি নিয়ে বলেন, এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মূলত তৈরি হয়েছে নারী ও শিশু নির্যাতন আইন নিয়ে। এটার কনটেন্ট সাপোর্ট পার্টনার হিসেবে ছিল ইউনিসেফ। চলচ্চিত্রটির কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন নানজীবা খান। এ ছাড়া একক নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিওর কাজ তো চলছেই। সব মিলিয়ে ছোট পর্দায় সময় দিচ্ছি বেশ। ‘রসের হাঁড়ি’ নামে একটি ধারাবাহিকের কাজ করছি। বড় পর্দায় কাজের বিষয়ে তানহা বলেন, চলচ্চিত্র নিয়ে ভাবছি না এখন। যদিও বেশকিছু চলচ্চিত্রে কাজের প্রস্তাব রয়েছে, তবে সেসব কোনোটাই মনঃপূত হয়নি। তাই আগ্রহও দেখাইনি। চলচ্চিত্র নিয়ে ভক্তদের খুশির কোনো সংবাদ এখনই দিতে পারছি না। তবে ভালো কিছুর জন্য অপেক্ষা করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও