কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পদ্মার ভাঙনকবলে পড়ে নিখোঁজ ২

মানবজমিন প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

নাটোরের লালপুরে পদ্মার চরে কাশবন কাটতে গিয়ে নদীর পাড় ভেঙে দু’জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকালে এই ঘটনা ঘটলেও সন্ধ্যার পর নিখোঁজের সত্যতা নিশ্চত করা হয়। রাতে রাজশাহীর একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালেও অন্ধকার ও প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। নিখোঁজ ব্যক্তিরা হলেন, কুষ্টিয়ার ভেড়ামারার রাইটা গ্রামের মধু প্রামাণিকের ছেলে ডাবলু প্রামাণিক ও লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মল্লিক চানের ছেলে মুজিবুর রহমান। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, লালপুর ফায়ার স্টেশনের ইনচার্জ রুহুল আমিন ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ২০ জন শ্রমিকের একটি দল লালপুরের পদ্মার চর বাহাদীপুরে কাশবন কাটতে যায়। এ সময় নদীর পাড় ভেঙে শ্রমিকরা নদীতে পড়ে যায়। পরে সেখান থেকে ১৮ জন শ্রমিক তীরে উঠে আসতে সক্ষম হন। কিন্তু দু’জন শ্রমিক তীরে উঠতে ব্যর্থ হন। ঘটনাটি বিকালে জানাজানি হলে লালপুর ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে দুই শ্রমিকের সন্ধ্যান না পেয়ে রাজশাহীর ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে রাজশাহী থেকে ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছে অন্ধকার ও নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তারা উদ্ধার অভিযান চালাতে পারেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো উদ্ধার অভিযান শুরু হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও