কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাউফলে যৌতুকের টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর মাথা ন্যাড়া করলো স্বামী

মানবজমিন প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

যৌতুকের টাকা না পেয়ে প্রিয়াঙ্কা কর্মকার (২০) নামে অন্তঃসত্ত্বা স্ত্রীর মাথা ন্যাড়া করে দেয়ার অভিযোগ উঠেছে তার স্বামী তাপস হাওলাদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে। জানা যায়, প্রেমের টানে দুই বছর আগে পালিয়ে বিয়ে করে তাপস ও প্রিয়াঙ্কা। বিয়ের কিছুদিন পর উভয় পক্ষের পরিবার মেনেও নেয়। কিন্তু মাস না যেতেই স্বামী তাপসের মনে যৌতুকের লালসা জাগে। তাপস যৌতুকের জন্য চাপ প্রয়োগ করেন স্ত্রী প্রিয়াঙ্কার ওপর। শুরু হয় নির্যাতন। নির্যাতনের ভয়ে কিছুদিন দরিদ্র বাবার থেকে কিছু টাকা এনে দেয় প্রিয়াঙ্কা। এতে ধীরে ধীরে চাহিদা বাড়তে থাকে তাপসের। সম্প্রতি নিজে ব্যবসা করবে বলে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। গত মঙ্গলবার ওই টাকার জন্য গৃহবধূ প্রিয়াঙ্কাকে মারধরের পর মাথা ন্যাড়া করে হাত-পা বেঁধে ঘরে অভুক্ত অবস্থায় আটকে রাখে। পরে বুধবার দুপুরে ওই বাড়ির একজনের সহায়তায় পালিয়ে এসে ওই দিনই সন্ধ্যায় বাবা-মাকে সঙ্গে নিয়ে থানায় এসে অভিযোগ করেন। গৃহবধূ প্রিয়াঙ্কা কর্মকার উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজির হাট বন্দর এলাকার সুশীল কর্মকারের মেয়ে। গৃহবধূ প্রিয়াঙ্কা অভিযোগ করেন, প্রায় দুই বছর আগের উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় প্রিয়লাল হালদারের ছেলে তাপস হালদারের সঙ্গে তার বিয়ে হয়। স্বামী একটি  বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করেন। বিয়ের কিছুদিন না যেতেই স্বামী তাপস যৌতুকের জন্য চাপ শুরু করেন। এক পর্যায়ে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। নির্যাতন সইতে না পেরে মাঝে মধ্যে বাবার বাড়ি থেকে স্বামীকে টাকা এনে দিতো। তার বাবা সুশীল চন্দ্র একজন নিম্ন আয়ের মানুষ। ঘটনার দিন মঙ্গলবার দুপুরের দিকে তার স্বামী তাপস চন্দ্র নেশা করে বাসায় ফিরেন। এ সময় স্বামী ৫০ হাজার টাকা তার বাবার কাছ থেকে নিয়ে আসতে বলে। টাকা আনতে অপারগতা প্রকাশ করলে ক্ষুব্ধ হয়ে স্বামী রশি দিয়ে তার হাত-পা বেঁধে ফেলে। এরপর মুখ বেঁধে রান্নাঘর থেকে বঁটি এনে মাথার পেছন থেকে চুল কেটে দেয়। পরে সেলুন থেকে কাঁচি এনে চুল কেটে ন্যাড়া করে দেয়। এ অবস্থায় তাকে বুধবার দুপুর পর্যন্ত ঘরের মধ্যে আটকে রাখা হয়। পরে তার স্বামীর এক আত্মীয়ের সহযোগিতায় দুপুর দুইটার দিকে প্রিয়াঙ্কা কালাইয়া বন্দরের বাসা থেকে পালিয়ে প্রায় ২০ কিলোমিটার দূরে আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট বন্দরে বাবার বাড়ি চলে যায়। প্রিয়াঙ্কা বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় প্রিয়াঙ্কা বাদী হয়ে স্বামী তাপস, পরিমল, বীথি, লক্ষ্মী ও হৃদয় নামের পাঁচজনকে আসামি করে বাউফল থানায় মামলা করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় এক নম্বর আসামি তাপস ও অপর আসামি তাপসের মা লক্ষ্মী রানীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও