কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শ্রীলঙ্কায় মিরাজের ৭ উইকেট

মানবজমিন প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৯, ০০:০০

শ্রীলঙ্কায় ‘এ’ দলের ব্যানারে খেলতে গিয়ে বল হাতে আলো ছড়াচ্ছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। আন-অফিসিয়াল টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। সিরিজের দ্বিতীয় ও শেষ আন-অফিসিয়াল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একাই ৭ উইকেট নিলেন মিরাজ। শুক্রবার হাম্বানটোটায় আগে ব্যাট করতে নেমে ৭৪ ওভারে ২২৩/৫ তুলে প্রথম দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা ‘এ’ দল। ৩১ ওভার বল করে ৩ উইকেট নিয়েছিলেন মিরাজ। গতকাল মিরাজ ভেলকিতে মাত্র ১৬.২ ওভারের মধ্যেই গুটিয়ে যায় স্বাগতিকরা। শ্রীলঙ্কা ‘এ’ দলের বাকি ৫ উইকেটের ৪টি যায় মিরাজের পকেটে, বাকি ১টি উইকেট নেন সালাউদ্দিন শাকিল। দ্বিতীয় দিনে নিজের পঞ্চম ওভারে তিন বলের ব্যবধানে দুই উইকেট নেন মিরাজ। নিজের পরের ওভারে আবারো তিন বলের ব্যবধানে মিরাজের ২ উইকেট। তাতে ৯০.২ ওভারে ২৬৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা ‘এ’ দল। এর মধ্যে মিরাজ একাই এক-তৃতীয়াংশের বেশি ওভার বল করেন। সব মিলিয়ে তার বোলিং ফিগার ৩৭-১৪-৮৪-৭। পেসারদের মধ্যে ইবাদত হোসেন প্রথম দিনের শেষ বিকেলে নিয়েছিলেন ২ উইকেট। চার দিনের আন-অফিসিয়াল টেস্টের প্রথমটি ড্র হয়েছিল। বাংলাদেশের ৩৬০ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪৫০ রান তুলে লঙ্কান যুবারা। বাংলাদেশ অবশ্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল, কিন্তু ১ ওভার শেষে খেলা ড্র ঘোষণা করা হয়। বল হাতে ৫ উইকেট নিয়ে সাফল্যের সাক্ষর রাখেন মেহেদী হাসান মিরাজ। এই সফরে শ্রীলঙ্কা ‘এ’ দলের সঙ্গে তিনটি আন-অফিসিয়াল ওয়ানডে ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে আগামী ৯, ১০ ও ১২ই অক্টোবর। শুরুর দুই ম্যাচের ভেন্যু হাম্বানটোটা। শেষ ম্যাচ হবে কলম্বোয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও