কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাশ্মীরে গ্রেনেড হামলা, পুলিশ সাংবাদিকসহ আহত ১৪

মানবজমিন প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৯, ০০:০০

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় শহর অনন্তনাগে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পুলিশ সদস্য ও সাংবাদিকসহ কমপক্ষে ১৪ জন। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির পুলিশ একে সন্ত্রাসী হামলা জানিয়ে টুইট করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত ৫ই আগস্ট কাশ্মীরের স্বশাসনের অধিকার কেড়ে নেয়ার পর এটি এই অঞ্চলের দ্বিতীয় হামলা। এখনো অঞ্চলটির বেশির ভাগ এলাকায় ইন্টারনেট ও জরুরি টেলিফোনসেবা বন্ধ রয়েছে। ফলে কিছু এলাকায় শিথিল করা হলেও কাশ্মীরের বড় একটি অংশ এখনো অবরুদ্ধ হয়ে আছে। হামলার পর টুইটারে কাশ্মীরের পুলিশ লিখেছে, সন্ত্রাসীরা অনন্তনাগে গ্রেনেড মেরেছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের ধরতে অভিযান চলছে।  আহতদের অবস্থা গুরুতর নয় বলেও জানিয়েছে পুলিশ। হামলাটি হয় একটি সরকারি অফিসের সামনে। এ নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয় রয়টার্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও