কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিবগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ২

মানবজমিন প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ০০:০০

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাই নবাবগঞ্জ জেলা কার্যালয় (ডিএনসি) মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে পৃথক দু’টি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হচ্ছে- শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া বিনোদপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. বকুল আলী (৩০) ও একই উপজেলার কাগমারি গ্রামের আজমত আলীর স্ত্রী মোসা. সাবানা বেগম। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন, ৫শ’ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, একই উপজেলার ইসরাইল মোড়ে গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ২১০ বোতল ফেনসিডিলসহ বকুলকে হাতেনাতে গ্রেপ্তার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রায়হান আহমেদ খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযানে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার বাড়ি থেকে মাদকদ্রব্যসহ সাবানা বেগমকে গ্রেপ্তার করে। এ ছাড়া গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সূত্রে জানতে পারি ইসরাইল মোড় এলাকায় ১ ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে। সংবাদ পেয়ে এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অফিসার ইনচার্জ আলহাজ বাবুল উদ্দিন সরদার আরো জানান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম’র নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও