কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আজিজ বোর্ডিংয়ের সেই ভবঘুরে আজকের ‘গুরু’

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৯, ১১:৫১

কি কথা, কি সুর, কি কণ্ঠ! কি জাদু! সেই শুরু! নগরবাউলের জন্মদিনে এভাবেই তাকে শুভেচ্ছা জানালেন এক ভক্ত। দেশ-বিদেশে জেমসের কত-শত ‘পাগলাটে’ ভক্ত আছে তা গোনা অসম্ভব। আজিজ বোর্ডিংয়ের সেই ভবঘুরে ছেলেটির ‘গুরু’ বনে যাওয়া নিচকই একটি গল্প নয়। তার শূণ্য থেকে নগরবাউল হওয়ার গল্পটা কাউকে কাউকে অবাক করে, কারো বা অনুপ্রেরণার একমাত্র গদ্য! তার ৫৫ বছরের জীবনী না জেনেও স্বকীয় গায়কির কারণে অন্ধ ভক্ত হয়ে যাওয়া মানুষের সংখ্যাও অগণিত। তারা শুধু জানেন, জেমস তো জেমসই। তার গানের কথায় ভিন্নতা ও কাব্যধর্মী শব্দের আধিক্য যে আর কারো মাঝে নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও