কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেপালিদের পালাতে সহায়তাকারী দুই পুলিশ সদস্য বরখাস্ত

মানবজমিন প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মতিঝিলের ক্লাবপাড়ায় ক্যাসিনোর সঙ্গে জড়িত নেপালি নাগরিকদের পালাতে সহায়তা করায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সেগুন বাগিচার একটি ভবনের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের বিরুদ্ধে বিদেশিদের পালাতে সহায়তার অভিযোগ ওঠে। তাদের একজন রমনা থানার কনস্টেবল দীপঙ্কর চাকমা বলে ভিডিও দেখে অনেকে শনাক্ত করেছিলেন। অন্যজন ডিএমপির প্ররক্ষা বিভাগের এএসআই গোলাম হোসেন মিঠু। ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। র‌্যাব গত ১৮ই সেপ্টেম্বর ফকিরাপুল ইয়ংমেনস, ওয়ান্ডারার্স ক্লাব এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রে অভিযান চালিয়ে বিপুল ক্যাসিনো সামগ্রি ও নগদ অর্থ এবং মাদক উদ্ধার করে। যুবলীগের বিভিন্ন নেতার নিয়ন্ত্রণাধীন এসব ক্যাসিনো পরিচালনায় নেপালি নাগরিকরা কাজ করতেন। ওই রাতেই সেগুনবাগিচার ভবন সামিট হাসান লজের সিসি ক্যামেরায় একটি ভিডিওচিত্র আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে কয়েকজন নেপালি নাগরিক থাকতেন। নেপালিরা ওই বাড়ি ছাড়ার আগে কয়েকজনকে প্রবেশ করতে দেখা যায়। তাদের একজনের হাতে ওয়াকিটকি ছিল। ডিএমপি কমিশনার বলেন, ভিডিও ফুটেজ দেখে দুই পুলিশ সদস্যের আচরণ সন্দেহজনক মনে হয়েছে। দীপঙ্কর চাকমা গত ২৫শে আগস্ট ছুটিতে যাওয়ার পর ৩রা সেপ্টেম্বর যোগদানের কথা ছিল। কিন্তু তারপরও যোগদান না করায় ১৭ই সেপ্টেম্বর রমনা থানায় একটি জিডি করে থানা কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও