কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেট বিভাগের মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনকারীদের বাছাই সম্পন্ন

মানবজমিন প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনকারী ‘ক’ তালিকাভুক্ত ৩০৯ জন ব্যক্তির যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার শ্রীমঙ্গল চা গবেষণা কেন্দ্রের পিডিইউ হলরুমে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, রাজনগর, কুলাউড়া, বড়লেখা এবং হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল, চুনারুঘাট, লাখাই, মাধবপুর উপজেলার ১১৩ জন ‘ক’ তালিকাভুক্ত আবেদনকারীর যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এর আগেরদিন গত শুক্রবার সিলেট সার্কিট হাউজে সিলেট জেলার মহানগর, সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিয়ানী বাজার, জকিগঞ্জ, গোলাপ গঞ্জ, কানাইঘাট, বিশ্বনাথ, জৈন্তাপুর এবং সুনামগঞ্জ জেলার তাহিরপুর, জামালগঞ্জ, দোয়ারাবাজার, বিশ্বম্বরপুর, ছাতক, দিরাই উপজেলার ১৯৬ জন ‘ক’ তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনকারী ব্যক্তির যাচাই বাছাই করা হয়। এতে উপস্থিত ছিলেন যাচাই বাছাই কমিটির সভাপতি, জামুকার সদস্য ও জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার মহা-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন ও সহকারী পরিচালক সুলেমান কবির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও