কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতে ২ বছর কারাভোগের পর ২ শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ

মানবজমিন প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ভারতে দুইবছর কারাভোগের পর অবুঝ ২ বাংলাদেশি শিশুকে বেনাপোল চেকপোস্টে হস্তান্তর করেছে বিএসএফ সদস্যরা। যদিও তাদের মা এখনো ভারতের কারাগারে। শনিবার রাত ১০টায় বিএসএফ তাদের আনুষ্ঠানিকভাবে বিজিবির ও ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। ফেরত আসা দুই শিশুর নাম- নাঈম (১০) ও রাহান উদ্দিন (১২)। পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার বালিপাডা গ্রামের মাসুমের স্ত্রী রেক্সোনা বেগম এখনো ভারতের কারাগারে আটক রয়েছেন। পুলিশ জানায়, গত ২০১৭ সালের ১২ই জানুয়ারি দালালরা তাদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতের কোলকাতায় নিয়ে যায়। কোলকাতার পুলিশ শিয়ালদহ রেল স্টেশন থেকে মা ও দুই শিশুকে আটক করে। এ সময় কৌশলে পালিয়ে যায় দালাল চক্র। পুলিশ শিশুসহ মা রেক্সোনাকে কোলকাতার আলীপুর সেন্ট্রাল জেলে প্রেরণ করে। আদালত তাদের দুই বছরের কারাদণ্ড প্রদান করে। শিশু?দের বারাসাত কিশোলয় চিলড্রেন হোমে এবং মাকে আলীপুর সেন্ট্রাল জেলে রাখা হয়। সাজার মেয়াদ শেষে চিলড্রেন হোম কর্তৃপক্ষ শিশুদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে। একপর্যায়ে উভয় দেশের আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুকে বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্ট বিজিবি কাছে হস্তান্তর করলে বিজিবি দুই শিশুকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, ফেরত আসা শিশুদের তাদের পিতা মাসুমের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা যদি পাচারকারীদের শনাক্ত করতে পারে তবে পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও