কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হুমায়ুন কবির সভাপতি ছালেক সম্পাদক

মানবজমিন প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

দীর্ঘ ১৮ বছর পর সরাইল উপজেলা জাতীয় পার্টির সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। গত শুক্রবার সরাইল জাপার কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনে মো. হুমায়ুন কবির সভাপতি ও এমদাদুল হক ছালেককে সাধারণ সম্পাদক করে উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। দলীয় প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের সাবেক মহাজোট এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে আহ্বায়ক করে সরাইলে একটি আহ্বায়ক কমিটি গঠন করেছিলেন জেলার নেতৃবৃন্দ। ওই আহ্বায়ক কমিটি দিয়েই চলছে দীর্ঘ ১৮ বছর। নতুন একটি কমিটি গঠন করে দলীয় কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনতে জরুরি সভা আহ্বান করেন আহ্বায়ক। তিনি বলেন, নেতৃত্বের বিকাশ, নতুন নেতৃত্ব সৃষ্টির প্রয়োজনে ও নিবেদিত নেতাকর্মীদের মূল্যায়নের প্রয়োজনে তিনি কমিটিতে থাকতে চান না। সভায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে উপজেলা জাপার প্রবীণ নেতা সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরকে সভাপতি ও মো. এমদাদুল হক ছালেককে সাধারণ সম্পাদক করে নবগঠিত কমিটি ঘোষণা করেছেন। জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা জাপার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুল হক ওয়াহাব, মনির হোসেন দিলু, যুগ্ম সদস্য সচিব সৈয়দ মোকাব্বের, আবু কাউছার খান, জাতীয় ছাত্র সমাজ জেলা কমিটির আহ্বায়ক জালাল উদ্দিন। ১৮ বছর নতুন কমিটি পেয়ে সরাইল উপজেলা জাপার নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও