কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না ধোনি

মানবজমিন প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি। নির্দিষ্ট করে বাংলাদেশের বিপক্ষে সিরিজের কথা বলেননি তিনি। ভারতীয় সংবাদমাধ্যম মুম্বই মিরর জানিয়েছে, ক্রিকেট থেকে নিজের বিরতিটা আরও লম্বা করার ইচ্ছা তার। যা আগামী নভেম্বরের আগে শেষ হওয়ার সম্ভাবনা নেই। আগামী নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের মাটিতে সবশেষ বিশ্বকাপের পর থেকেই জাতীয় দল থেকে দূরে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্যারা কমান্ডো ট্রেনিংয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। আর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে স্কোয়াডে রাখেনি ভারতের নির্বাচকরা। ভারত সফরে তিন টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সফরের শুরুটা হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আগামী ৩রা নভেম্বর মাঠে গড়াবে প্রথম ম্যাচ। পরে নাগপুর ও রাজকোটে হবে বাকি দুই টি-টোয়েন্টি। নিজের বিরতিটা পুরো নভেম্বর পর্যন্ত বর্ধিত করায় বাংলাদেশের বিপক্ষে খেলার সম্ভাবনা থাকছে না ধোনির। এদিকে শুধু বাংলাদেশ সিরিজই নয়, ক্রিকেট থেকে বিরতি নেয়ায় আসন্ন বিজয় হাজারে ট্রফিতেও খেলা হবে না উইকেটরক্ষক-ব্যাটসম্যান এমএস ধোনির। ভারতের জার্সি গায়ে আগামী ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ফিরতে পারেন ধোনি। অন্যথায় আগামী জানুয়ারিতে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়াকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে দেখা যেতে পারে তাকে। যদিও এই মুহূর্তে ভারত দলে ধোনিকে বোঝা বলে মনে করছেন সাবেক গ্রেটরা। দুদিন আগে ধোনির সম্ভাব্য অবসর নিয়ে কড়া কথা শোনান ভারতীয় ক্রিকেট লিজেন্ড সুনীল গাভাস্কার। ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার বলেন, ‘তাকে (ধোনি) দল থেকে বের করে দেয়ার আগে তার নিজেরই সরে যাওয়া উচিত।’ ধোনির বদলে ভারত দলে তরুণ উইকেটরক্ষক ঋষভ পান্ত অথবা সঞ্জু স্যামসনকে দেখতে চান গাভাস্কার। ভারতের ক্যাপ মাথায় ক্যারিয়ারে ৯৮ টি-টোয়েন্টি ধোনির রানের গড় ৩৭.৬০। উইকেটের পেছনে গ্লাভস হাতে তার রয়েছে ৫৭টি ক্যাচ ও ৩৪ স্টাম্পিং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও