কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নৃ-গোষ্ঠীর শিল্পীদের সঙ্গে অপর্ণা

মানবজমিন প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

নৃ-গোষ্ঠীর শিল্পীদের সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের একটি নাটকে অভিনয় করলেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। নাটকের নাম ‘নীল পিনোন’। সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটিতে চিত্রায়িত হয়েছে এ নাটক। চাকমা সম্প্রদায়ের মেয়েদের বিশেষ পোশাকের নাম পিনোন।  জিনাত  হাকিমের রচনায় নাটকটি নির্মাণ করেছেন আজিজুল হাকিম। এ নাটকে ২৫ জন শিল্পী অভিনয় করেছেন। অপর্ণা ছাড়াও উল্লেখযোগ্য কজন শিল্পী হলেন সমাপ্তি মাশুক, দীপান্বিতা চাকমা, রাজিব ত্রিপুরা, চেলসী চাকমা, বিনয় কুমার চাকমা, লেখিকা চাকমা, শিমলা  ত্রিপুরা, তরুণ চাকমা, বিভায়ন, শান্ত, শাহীনুর সরোয়ার, সুনির্মল চাকমাসহ অনেকে। নাটকটি নিয়ে অপর্ণা বলেন, নৃ-গোষ্ঠীর শিল্পীদের সঙ্গে নাটকটিতে কাজ করে বেশ ভালো লাগছে। কাজের বিষয়ে এই অঞ্চলের শিল্পীরা অনেক আন্তরিক। নির্মাতা এখানে দুটি সম্প্রদায়ের মেলবন্ধন দেখানোর চেষ্টা করেছেন। আমাদের গতানুগতিক নাটকের গল্পের বাইরের একটি গল্প এ নাটকে দর্শক দেখবে। আজ রাত আটটার বাংলা সংবাদের পর এটি প্রচার হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও