কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইজিপি কমপ্লেইন সেলে ৮ মাসে দেড় হাজার অভিযোগ

মানবজমিন প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

আইজিপি কমপ্লেইন সেলে অভিযোগের পাহাড়। দিনে গড়ে ১২ থেকে ১৫টি করে অভিযোগ পড়ছে এ সেলে। এসব অভিযোগ তদন্ত করে শাস্তির আওতায় আনা হচ্ছে অভিযুক্ত পুলিশ সদস্য-কর্মকর্তাদের। কনস্টেবল থেকে শুরু করে এ তালিকায় রয়েছেন সহকারী উপপরিদর্শক, উপপরিদর্শক, পরিদর্শক, সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপাররা। পুলিশ সদর দপ্তর বলছে, ২০১৭ সাল থেকে শুরু করে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ৩ হাজার ৪৯৩টি অভিযোগ আইজিপি কমপ্লেইন সেলে এসেছে। সরাসরি মোবাইল ফোনে, ইমেইল বা চিঠির মাধ্যমে এসব অভিযোগ আসে। ঘুষ গ্রহণ, মামলা ভিন্ন দিকে প্রবাহিত, মাদক ব্যবসা, পাসপোর্ট ভেরিফিকেশনে টাকা নেয়া, সেবার নামে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, চালকদের সঙ্গে ট্রাফিক সার্জেন্টদের অযথা হয়রানি, দীর্ঘ মেয়াদে থানায় আটকে রেখে নির্যাতনসহ নানা অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে ২০১৭ সালে আইজিপি কমপ্লেইন সেলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসেছে ৬১৯টি। ২০১৮ সালে এই সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩৭১টি। আর চলতি বছরের ৮ মাসে এই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৩টি। এসব অভিযোগের মধ্যে প্রায় ৮০ ভাগ অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। আইজিপি কমপ্লেইন ছাড়া বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পুলিশের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির খবর, কোনো পুলিশ সদস্য বা কর্মকর্তা অপরাধের সঙ্গে জড়িত হয়ে গ্রেপ্তার বা আইজিপির কাছে সরাসরি কোনো অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৮ সালে পুলিশের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৪ হাজার ৩৩৩ জনকে শাস্তির আওতায় আনা হয়েছে। এরমধ্যে ১৩ হাজার ৬৫৫ জনকে লঘুদণ্ড, ৬০৪ জনকে গুরুদণ্ড, ৬৯ জনকে চাকিরচ্যুত/বরখাস্ত ও ৫ জনকে অবসরে যেতে বাধ্য করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, আইজিপি কমপ্লেইন সেলে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ আসার সঙ্গে সেটি আইজিপি জাবেদ পাটোয়ারীর কাছে পাঠানো হয়। পরে তিনি অভিযোগ দেখে শৃঙ্খলা বিভাগে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট শাখায় আসার পর শাখা প্রধান তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেন। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়। সূত্র জানায়, প্রথমদিকে কমপ্লেইন সেলটির সাড়া তেমন একটা ছিল না। কিন্তু যতদিন যাচ্ছে ততই অভিযোগের সংখ্যা বাড়ছে। প্রতিটি অভিযোগই আমলে নিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে, আইজিপি কমপ্লেইন সেলের বাইরে বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্য-কর্মকর্তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে। ঢাকার নবাবপুরে শহীদ বুদ্ধিজীবী এ কে এম শামসুল হক খানের চার কাঠার বাড়ি দখলে এক ভূমিদস্যুকে সহযোগিতা করার জন্য বরখাস্ত করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ ইব্রাহিম খানকে। গত ২৫শে আগস্ট প্রেসিডেন্টের আদেশক্রমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। এর আগে ক্ষতিগ্রস্ত শামসুল হক খানের পরিবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে পুলিশকে ম্যানেজ করে রাতের আধারে তাদের কোটি টাকার মালামাল লুট করে তাদের বাড়ি দখল করা হয়েছে। ডিসি অফিসের পাশে ঘটনাস্থল হওয়া সত্ত্বেও তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে তারা আইজিপি জাবেদ পাটোয়ারীর সঙ্গে দেখা করে ডিসির অসহযোগিতার বিষয়ে অভিযোগ করেন। আইজিপি বিষয়টি আমলে নিয়ে তদন্তের জন্য ডিএমপিকে নির্দেশ দেন। ডিএমপির তদন্ত কমিটি তাদের তদন্তে ঘটনার সত্যতা পায়। ১০ই মে ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যার ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দেয়া, মামলা ভিন্নখাতে প্রবাহিত করা ও থানায় বসে ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদের ভিডিও ধারণ করে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার জন্য বরখাস্ত করা হয়েছিল সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে। শ্যামলীর রিং রোডের নিজ গ্যারেজ থেকে কামাল নামের এক মোটর মেকানিককে তুলে এনে নির্যাতন ও মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, সহকারি উপপরিদর্শক আলমগীর হোসেন ও জাকারিয়া। বগুড়া সদর থানা হেফাজতে সোহান বাবু আদর (৩২) নামে এক যুবককে থানা হেফাজতে ঝুলিয়ে অমানুষিক নির্যাতনের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাসহ চারজনকে বরখাস্ত করা হয়েছিল। চলতি বছরের ১৫ই জুন সংশ্লিষ্ট পুলিশ সুপার তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছিলেন। এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের এআইজি সোহেল রানা বলেন, সারা দেশে দুই লাখের বেশি পুলিশ সদস্য রয়েছেন। সে তুলনায় অভিযোগের সংখ্যা খুবই কম। পুলিশ সদস্যরা যাতে কোনো অপরাধে না জড়ায় সে জন্য পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে নজরদারি রয়েছে। তারপরও যে সকল পুলিশ সদস্য শৃঙ্খলা ভঙ্গ করছে, কর্তব্য অবহেলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও