কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আগরতলায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ রাষ্ট্রীয় অতিথি তারা

মানবজমিন প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

পূর্বোত্তর ভারতের ত্রিপুরা রাজ্যেও আগরতলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। গতকাল রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনে আয়োজিত তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধক হিসেবে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে এবার চিত্রনায়ক সাইমন সাদিকও অংশ নিয়েছেন। তিনি জানান, এ উৎসবে মাননীয় তথ্যমন্ত্রী, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ভাই, গুনী অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী আপা, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ভাই, অভিনেত্রী অর্পণা ঘোষসহ আমরা ২০ জনের একটি টিম রাষ্ট্রীয় অতিথি হিসেবে অংশ নিয়েছি। এ উৎসবে আমার অভিনীত এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির প্রদশর্নীতে আমি অতিথি হিসেবে অংশ নেয় এবং এখানে এ চলচ্চিত্রের জন্য আমাকে সম্মাননা দেয়া হয়। আমাদের তথ্য মন্ত্রনালয়ের কাছে আমি অনেক বেশী কৃতজ্ঞ।  উৎসবে ২০১৭ ও ২০১৮ সালের মোট ২০টি বাংলাদেশী চলচ্চিত্র দেখানো হচ্ছে এবার। এদিকে  মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিতে সাইমনের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। উৎসবে বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলার বিভিন্ন শিল্পী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জানা যায়, তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশন এ উৎসবের আয়োজন করেছে। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও